NADIA UPDATE

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মধ্যে সাপের খোলস, চাঞ্চল্য ছড়ালে নদীয়ায় 2025

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের গুণগত মান নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে, সেই সাথে খাবারের মধ্যে বিভিন্ন রকম দূষিত পদার্থ থাকার অভিযোগ উঠেছে এর আগেও অনেকবার। ফের আরেকবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মধ্যে বিষাক্ত পদার্থ থাকার অভিযোগ উঠল নদীয়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, চাপড়া থানার অন্তর্গত ডোমপুকুর এলাকায়। দুপুরে যখন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার দেওয়া হয় শিশুদের ঠিক সেই সময় কয়েকজন শিশুর খাবার দেওয়ার সময় খাবারের মধ্যে সাপের খোলস দেখতে পাওয়া যায়। এরপরই খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পক্ষ থেকে। কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজন এই খাবার খেয়ে বাড়িতে ফিরেও গিয়েছিল। এরপরে মাইকিং করে এই ঘটনার কথা জানানো হয় গ্রামে। মাইকিং করে জানানো হয় যাতে ওই কেন্দ্র থেকে কেউ যেন খাবার না নিয়ে থাকে।
কিন্তু এর মধ্যে ওই খাবার খেয়ে বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে তাদেরকে প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। (অঙ্গনওয়াড়ি)
এই ঘটনা শোনার পরেই গ্রামের বাসিন্দারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের একটাই বক্তব্য বারংবার খাবারের গুণগত মান ঠিক করার জন্য বলার পরও কেন এত বড় ঘটনা ঘটলো তারই উত্তর জানতে চায় অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছ থেকে। ঘটনায় চাঞ্চলের ছড়িয়ে পড়ার পর গ্রামবাসীদের বিক্ষোভের মধ্যেই পুলিশ চলে আসে ঘটনাস্থলে। এদিকে পরিস্থিতি সামাল দিতে তারা তৎপর হয়ে ওঠে। অন্যদিকে CDPO এই ঘটনাটি শোনার পরে সুপারভাইজার এর কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। (অঙ্গনওয়াড়ি)

SIR ২০২৫ঃ ৬ দিন পর এনুমারেশন ফর্মে বিরাট পরিবর্তন! জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জেনে নিন বিস্তারিত।

এখনো পর্যন্ত যে সমস্ত শিশু এই খাবার খেয়েছেন তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরকম ঘটনা যাতে আর পুনর্বার না হয় সেদিকে সতর্কবার্তা দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের।

এর আগেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের গুণগত মান নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছিল। খাবারের মধ্যে বিষপ্রিয়জনিত কারণে অনেক শিশুর অসুস্থ হয়ে যাওয়ার মতন খবর উঠে এসেছিল আবার নতুন করে এমন ঘটনা নদীয়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটার ফলে শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খাওয়াতে কিছুটা ভয়ের মধ্যেই রয়েছেন শিশুদের অভিভাবকরা। (অঙ্গনওয়াড়ি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button