শতাধিক ভোটারের বাবার নাম একই! এমন ঘটনা নদীয়ায় চাঞ্চল্য
বর্তমানে চলছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ SIR। এই প্রক্রিয়ায় প্রতিটি ব্লকের BLO প্রত্যেক বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। এই ফর্মে বিভিন্ন তথ্য দেওয়ার সাথে এপিক নম্বর দেওয়ার নিয়ম রয়েছে। নদীয়ায় দেখা গিয়েছে একশত ভোটারের বাবার নামের জায়গায় রয়েছে একই নাম। আর এই একই নাম রয়েছে ধর্ম গুরুর নামে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে নদীয়ায়।
বিষয়টি সম্পর্কে জানা গিয়েছে, নদীয়ার ১৩ নম্বর বুথের ঘটনা এটি। বিশেষ করে মায়াপুরের ইসকনের আবাসিক ও তার আশেপাশের ব্যক্তিরা যারা ইসকনের থেকে দীক্ষা নিয়েছেন, মূলত এমন একশত ভোটারের বাবার নামের জায়গায় সেখানকার ধর্ম গুরুর নাম লেখা রয়েছে।
ভোটার তালিকায় এমন খবর আসার পরেই মায়াপুরের ইসকনের খোঁজ নেওয়া হলে তারা মূলত কোন মুখ খুলতে চাননি এই ব্যাপারে। অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হলে তারা জানায় এই ব্যাপারটি ওদের কাছে স্পষ্টত ছিল, কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী ধর্মগুরুর নাম এপিক নম্বর হিসেবে বা বাবার নাম হিসাবে দেওয়া যায় কিনা এরকম কোন নিয়ম রয়েছে কিনা সেই ব্যাপারে মন্তব্য করেননি জাতীয় নির্বাচন কমিশন।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মধ্যে সাপের খোলস, চাঞ্চল্য ছড়ালে নদীয়ায় 2025
এসআইআর প্রক্রিয়ার এনুমারেশন ফর্ম পূরণ করার সময় অনেকেরই অনেক কিছু তো অসুবিধা হচ্ছে। কারোর জন্ম তারিখ এক জায়গায় একরকম থাকায় কোনটি লিখবেন সেই ব্যাপারে বুঝে উঠতে পারছেন না। এছাড়া অনেক রকম সমস্যা দেখা দিয়েছে। কিন্তু নদীয়ার মতন এমন ঘটনার নজির অন্য কোথাও এখনো পর্যন্ত দেখা যায়নি। একশত ভোটারের বাবার নামে ধর্মগুরুর নাম রয়েছে, এই ঘটনা সামনে আসাতে নদীয়া সহ অন্যান্য জায়গায় চাঞ্চল্য শুরু হয়েছে।
এখন দেখা যাক জাতীয় নির্বাচন কমিশন এই ব্যাপারটিকে সম্মতি জ্ঞাপন করেন নাকি এর অন্য কোন নিয়ম বার করেন, সেই দিকেই চোখ রয়েছে প্রত্যেকের।