SIR ২০২৫ঃ ৬ দিন পর এনুমারেশন ফর্মে বিরাট পরিবর্তন! জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জেনে নিন বিস্তারিত।
বর্তমান সময়ে চারিদিকে SIR সমীক্ষার জন্য জোর কদমে চলছে এনুমারেশন ফর্ম বিলি করার প্রক্রিয়া। এই ফর্ম বিলি করার দায়িত্ব রয়েছেন প্রত্যেক ব্লকে নির্দিষ্ট বিএলও। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে BLO ফর্ম বিলি করছেন এবং ফর্মে কি কি লিখতে হবে সেগুলো বুঝিয়ে দিয়েছেন প্রত্যেক পরিবারের সদস্যকদের।
কিন্তু হঠাৎ করে জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হল এনুমারেশন ফর্ম বিলির ৬ দিন পর, জাতীয় নির্বাচন কমিশন ফর্ম এর নিয়ম কিছুটা পরিবর্তন আনলেন। ফর্মে কি পরিবর্তন করা হয়েছে, সেগুলো সম্পর্কে জানতে এ প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল ২০০২ সালের ভোটার তালিকায় যে সমস্ত ব্যক্তির নাম রয়েছে একমাত্র তাদের নামই ২০২৫ সালের ভোটার তালিকায় যুক্ত করা হবে। যদি ২০০২ সালের ভোটার তালিকায় যে ব্যক্তিদের ভোট দেওয়ার জন্য অধিকার হয়নি তারা তাদের অভিভাবকের ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলেও তাদের ২০২৫ সালের ভোটার তালিকার নাম নথিভুক্ত করে দেওয়া হবে। অন্যদিকে ২০০২ সালের ভোটার তালিকা যেসব ব্যক্তিদের নাম নেই তাদের জন্য ১১ টি নথিপত্রের প্রদর্শন করার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। এই বিষয়ে অনেক ব্যক্তির মধ্যে বিভিন্ন রকম জল্পনা কল্পনা শুরু হয়েছে এবং এসআইআর নিয়ে এক রকম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে অনেক ব্যক্তির মধ্যে। অনেক ব্যক্তি ফর্ম কিভাবে পূরণ করতে হবে বুঝে উঠতে পারছেন না। যেমন জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল, SIR এনুমারেশন ফর্মে কারেন্ট ছবি দিতে হবে। কিন্তু এই নিয়ম পরিবর্তন করল জাতীয় নির্বাচন কমিশন।
SIR ‘আতঙ্কে’ ফের মৃত্যু হুগলির গৃহবধূর, চিকিৎসাধীন ছয় বছরের মেয়ের
প্রথম থেকেই বলা হয়েছিল কমিশনের তরফে, ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো লাগাতে হবে। হঠাৎ করে ৬ দিন পরেই সে নিয়মের ঘোরবদল করা হলো। এদিকে ব্লকে ব্লকে প্রায় ৫০০ টার বেশি ফর্ম বিলি করা হয়ে গিয়েছে বিএলও দের। হঠাৎ করেই জানানো হলো এনুমারেশন ফর্মে ভোটারদের কারেন্ট ছবি দেওয়া বাধ্যতামূলক নয়।
রাজ্যজু়ড়ে অফলাইনে এবং অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করা যাচ্ছিল। অফলাইন এবং অনলাইনে ফর্ম ফিলাপ করার পদ্ধতি একই রকম ছিল। দুটি প্রক্রিয়াতে ভোটারদের কারেন্ট ছবি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। তবে বিশেষ ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটারদের কারেন্ট ছবি দেওয়া বাধ্যতামূলক নয়। এই ঘোষণার পরে সাধারণ নাগরিকদের অনেকটাই সুবিধা হয়েছে। কারেন্ট ছবি তোলার ঝামেলা থেকে তারা রেহাই পেয়েছেন। বলা যায় একদিকে এনুমারেশন ফর্ম ফিলাপ করার ঝামেলা অনেকটাই কমিয়ে দিয়েছে এই নতুন ঘোষণা।
অনেক ব্যক্তি জানতে চাইছেন অনলাইনে কিভাবে ফর্ম ফিলাপ করবেন? তাদের জন্য অনলাইন প্রক্রিয়াটি আরেকবার ভালো করে বুঝিয়ে দেওয়া হল:
অনলাইন পোর্টালেও বিশেষ অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। voters.eci.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে পারবেন ভোটাররা।
প্রথম ধাপ:- সর্বপ্রথম voters.eci.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। এরপর দিতে হবে এপিক নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর বা রেজিস্টার্ড ই-মেল আইডি। এরপর ক্যাপচা পূরণ করে ক্লিক করতে হবে রিকোয়েস্ট OTP-তে। রেজিস্টার্ড মোবাইলে আসা ৬ সংখ্যার OTP দিয়ে ভেরিফাই করে লগ ইন করা যাবে।
দ্বিতীয় ধাপ:- লগ ইন হয়ে যাওয়ার পর খুলবে একটি নতুন পেজ। যেখানে সার্ভিস মেনুর মধ্যেই রয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-2026। সেখানে ক্লিক করলেই দেখতে পাবেন অনেকগুলো রাজ্য সেখান থেকে আপনার রাজ্য আপনি নির্বাচন করবেন। পশ্চিমবঙ্গ সিলেট করার পর আপনাকে ভোটার কার্ডের এপিক নম্বর দিতে হবে। ক্লিক করলে আপনাকে বলা হবে নিজের রাজ্য বেছে নেওয়ার জন্য। পশ্চিমবঙ্গ সিলেক্ট করার পর, আপনাকে দিতে হবে ভোটার কার্ডের নম্বর বা এপিক। BLO-র নাম ফোন নম্বর-সহ যাবতীয় তথ্য বেরিয়ে আসবে। একটা জিনিস মনে রাখতে হবে, আধারে যে নামটা যে বানানে আছে সেই বানানেতেই যেন আধার এবং এপিক এই দুটোতেই থাকে।
তৃতীয় ধাপ:- এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে ফের একবার সেন্ড OTP-তে ক্লিক করতে হবে। এবার যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কড থাকে, সেক্ষেত্রে আপনি সরাসরি এনুমারেশন ফর্মের পেজে যেতে পারবেন। এখন যদি এনুমারেশন ফর্ম ফিলআপ করার সময় আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক করা না থাকে, তাহলেও সমস্যা নেই। নিচেই একটা ক্লিক হেয়ার অপশন দেওয়া থাকবে, সেই সূত্রে আপনি ফর্ম ৮ ফিলআপ করবেন। ফিলআপ করলে অটোমেটিকালি লিঙ্কড হয়ে যাবে আপনার এপিক নম্বরের সঙ্গে আপনার মোবাইল নম্বর। এরপর আপনাকে ই-সিগনেচার করতে হবে। তাহলেই আপনার ফর্ম ফিলাপ করা হয়ে যাবে।
এখন থেকে এনুমারেশন ফর্ম ফিলাপ করার সময় আপনার কারেন্ট পাসপোর্ট সাইজের ফটো দেওয়া বাধ্যতামূলক নয়, সেটি আপনি দিলেও পারেন না দিলেও পারেন। সেক্ষেত্রে আপনার ফর্ম বাতিল হবে না।


